User talk:Zaheen
Jump to navigation
Jump to search
Request
[edit]Hello.
Could you create the articles en:Architecture of Azerbaijan (Republic of Azerbaijan), en:List of Azerbaijani film directors (Republic of Azerbaijan) and en:Bodies of water of Azerbaijan (Republic of Azerbaijan) in Bengali (or request them yourself to other users in Bengali Wikipedia)?
Thank you.
31.200.22.201 22:21, 5 February 2018 (UTC)
আ-ধ্ব-ব প্রতিলিপি
[edit]সুধী, আমি কিছুক্ষণ আগে দেখা (L3035)-এ বিভিন্ন উচ্চারণ যোগ করলাম। আপনি কি দেখে নিশ্চিত করতে অথবা ঠিক করতে পারবেন? Mahir256 (talk) 14:22, 24 July 2018 (UTC)
- আমার কাছে ঠিকই মনে হচ্ছে। কিন্তু এই আইটেমটা কী জন্য তৈরি করেছেন? --Zaheen (talk) 16:48, 24 July 2018 (UTC)
- Wikidata:Lexicographical data দেখতে পারেন। পরে সমস্ত বাংলা শব্দ এই রকম করে যোগ করা যাবে, কিন্তু প্রথমে প্রতি ব্যাকরণের শ্রেণীর জন্য যত তথ্য দরকার ঠিক করতে হবে, ও সে জন্য এই ক্রিয়াপদটি (ও একটি বিশেষ্য, ও একটি বিশেষণ, ইত্যাদি) প্রথমে সম্পূর্ণ করতে হবে। Mahir256 (talk) 18:14, 24 July 2018 (UTC)
- এবং টিটো এই আইটেমটি তৈরী করছে; আমি শুধু আ-ধ্ব-ব প্রতিলিপি যোগ করছি। আপনি সম্প্রসারণ করতে পারেন; কিছু সংশ্লেষ দিতে বাকি আছে। Mahir256 (talk) 18:16, 24 July 2018 (UTC)
- @Mahir256:খুবই আগ্রহজনক বিষয়। তুবে এগুলি খুবই স্পর্শকাতর ভাষাগত উপাত্ত। এটা মূলত একজন বাংলা অভিধান প্রণেতার কাজ, যার জন্য বাংলা ভাষাবিজ্ঞানে অত্যন্ত উচ্চমানের জ্ঞান থাকা দরকার। এসব ক্ষেত্রে খুবই সাবধানে এগুনো উচিত। এগুলি বাংলা ভাষার জন্য এখন পর্যন্ত কোথাও করাই হয়নি। অনলাইন তো নয়ই, অফলাইনেও নয়। আমি দেখি নজর রাখব এবং এ সমন্ধে আরও জানার ও অংশ নেবার চেষ্টা করব। ব্যাপারটা জানানোর জন্য অনেক ধন্যবাদ। --Zaheen (talk) 18:56, 24 July 2018 (UTC)
- @Tanay barisha:, যদি এই বিষয় নিয়ে আপনিও সাহায্য দিতে চান। Mahir256 (talk) 19:08, 24 July 2018 (UTC)
- আমি Zaheenবাবুর সাথে একদম একমত। তাই আগে থেকেই উপাত্ত কোন পরিবর্তন বা সংযোজন না করে কোন একটা পাতায় যদি শব্দগুলোর বিষয় আলোচনা করে নেওয়া যায়, ভাল হয়। আমি যতটুকু জানি তার উপর ভিত্তি করে অবশ্যই সাহায্য করতে চাই। তবে আগে এটা নিশ্চয়ই দেখেছেন যে তাতোয়েবা-তে সময়ের (এবং একটা ল্যাপটপের) অভাবে আর অবদান রাখা হয়ে ওঠে নি (আরও অনেক কাজ করার ইচ্ছে ছিল সেখানে)। তাই আপাতত যতটা সময় পাই, উইকিপিডিয়াতে দিতে চাই। এখানে অবশ্যই মাঝে মাঝে এসে একটু-আধটু কাজ করব। (আর একটা বিষয় বলতে চাই এখানে,প্রমিত বাংলায় দেখা-র আধ্বব কি ˈd̪ækʰa আর দেখেছিলাম ˈd̪ekʰeˌt͡ʃʰilam হবে?) তনয় [t̪ɔnɔj] (আ/T) 16:53, 25 July 2018 (UTC)
- @Tanay barisha: উচ্চারণগুলো ঠিক করছি। @Zaheen: একটি ফেসবুক মেসেঞ্জার গ্রুপচ্যাটে লেক্সিমের সম্বন্ধে আলোচনা হচ্ছে। আপনি সেখানে অংশগ্রহণ করতে পারেন যদি এই বিষয় নিয়ে অন্য ধারণা থাকে। Mahir256 (talk) 17:13, 8 August 2018 (UTC)
- আমি Zaheenবাবুর সাথে একদম একমত। তাই আগে থেকেই উপাত্ত কোন পরিবর্তন বা সংযোজন না করে কোন একটা পাতায় যদি শব্দগুলোর বিষয় আলোচনা করে নেওয়া যায়, ভাল হয়। আমি যতটুকু জানি তার উপর ভিত্তি করে অবশ্যই সাহায্য করতে চাই। তবে আগে এটা নিশ্চয়ই দেখেছেন যে তাতোয়েবা-তে সময়ের (এবং একটা ল্যাপটপের) অভাবে আর অবদান রাখা হয়ে ওঠে নি (আরও অনেক কাজ করার ইচ্ছে ছিল সেখানে)। তাই আপাতত যতটা সময় পাই, উইকিপিডিয়াতে দিতে চাই। এখানে অবশ্যই মাঝে মাঝে এসে একটু-আধটু কাজ করব। (আর একটা বিষয় বলতে চাই এখানে,প্রমিত বাংলায় দেখা-র আধ্বব কি ˈd̪ækʰa আর দেখেছিলাম ˈd̪ekʰeˌt͡ʃʰilam হবে?) তনয় [t̪ɔnɔj] (আ/T) 16:53, 25 July 2018 (UTC)
- @Tanay barisha:, যদি এই বিষয় নিয়ে আপনিও সাহায্য দিতে চান। Mahir256 (talk) 19:08, 24 July 2018 (UTC)
- জাহিন বাবু, চলে আসুন ফেসবুকে। অনেক বিষয়ে আলোচনা করতে সুবিধা হবে। প্রশাসক হিসাবে না হলেও অভিজ্ঞ সম্পাদক হিসাবে আমাদের পরামর্শ দিতে পারবেন। তনয় [t̪ɔnɔj] (আ/T) 18:16, 11 August 2018 (UTC)
- @Tanay_barisha, Mahir256::আমি খুবই দুঃখিত। গত কয়েক সপ্তাহ অনেক কাজে আটকা পড়ে গিয়েছিলাম। আমি আসলে বহু বছর আগেই আমার ফেসবুকের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছি। এজন্য আবার ফেসবুকে ঢুকে চ্যাট করাটা আমার পক্ষে এ মুহূর্তে সম্ভব নয়। তবে আপনাদের এ পর্যন্ত করা কাজের ছোট সারমর্ম যদি এই উইকিতেই কোথাও লিখে রাখেন বা নিদেনপক্ষে আমাকে ই-মেইল করে দেন, তাহলে ভাল হয়। বলাই বাহুল্য, আমি ব্যাপারটা নিয়ে খুবই আগ্রহী। --Zaheen (talk) 05:56, 22 August 2018 (UTC)
- আপনি কি Telegram (Q15616276) ব্যবহার করেন? অথবা অন্য রকম চ্যাট অ্যাপ? এই প্রকল্পের জন্য নতুন ডাক তালিকা বানাতে কত সহজ হবে তা জানি না... @Tanay barisha: Mahir256 (talk) 06:24, 9 September 2018 (UTC)
- @Tanay_barisha, Mahir256::আমি খুবই দুঃখিত। গত কয়েক সপ্তাহ অনেক কাজে আটকা পড়ে গিয়েছিলাম। আমি আসলে বহু বছর আগেই আমার ফেসবুকের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছি। এজন্য আবার ফেসবুকে ঢুকে চ্যাট করাটা আমার পক্ষে এ মুহূর্তে সম্ভব নয়। তবে আপনাদের এ পর্যন্ত করা কাজের ছোট সারমর্ম যদি এই উইকিতেই কোথাও লিখে রাখেন বা নিদেনপক্ষে আমাকে ই-মেইল করে দেন, তাহলে ভাল হয়। বলাই বাহুল্য, আমি ব্যাপারটা নিয়ে খুবই আগ্রহী। --Zaheen (talk) 05:56, 22 August 2018 (UTC)
- @Mahir256:খুবই আগ্রহজনক বিষয়। তুবে এগুলি খুবই স্পর্শকাতর ভাষাগত উপাত্ত। এটা মূলত একজন বাংলা অভিধান প্রণেতার কাজ, যার জন্য বাংলা ভাষাবিজ্ঞানে অত্যন্ত উচ্চমানের জ্ঞান থাকা দরকার। এসব ক্ষেত্রে খুবই সাবধানে এগুনো উচিত। এগুলি বাংলা ভাষার জন্য এখন পর্যন্ত কোথাও করাই হয়নি। অনলাইন তো নয়ই, অফলাইনেও নয়। আমি দেখি নজর রাখব এবং এ সমন্ধে আরও জানার ও অংশ নেবার চেষ্টা করব। ব্যাপারটা জানানোর জন্য অনেক ধন্যবাদ। --Zaheen (talk) 18:56, 24 July 2018 (UTC)