মহিষাসুরমহদিনী
রচনা – বাণীকুমার
গ্রন্থণা ও শ্লাকপাঠ – বীররন্দ্র কৃষ্ণ ভদ্র
সঙ্গীত পহরচালনা – পঙ্কজ কুমার মহিক
যা চণ্ডী মধুককটভাহদকদতযদলনী যা মাহিরষান্মূহলনী
যা ধূরেক্ষণচণ্ডমুণ্ডমথনী যা রক্তবীজাশনী ।
শক্ক্তিঃ শুম্ভহনশুম্ভকদতযদলনী যা হসক্িদাত্রী পরা
সা শ্দবী নবরকাটীমূহতিসহিতা মাাং পাতু হবরেেরী ।।
( হবিঃ দ্রিঃ – সাংস্কৃরত “য”-এর উচ্চারণ “য়” িয়।)
আহেরনর শারদপ্রারত শ্বরজ উরঠরে আরলাক মঞ্জীর;
ধরণীর বহিরাকারশ অন্তহরত শ্মঘমালা;
প্রকৃহতর অন্তরাকারশ জাগহরত শ্জযাহতময়ী ি জগন্মাতার আগমন বাতিা।
আনন্দময়ী মিামায়ার পদধ্বহন অসীম েরন্দ শ্বরজ উরঠ রূপরলাক ও
রসরলারক আরন নব ভাবমাধুরীর সঞ্জীবন।
তাই আনক্ন্দতা শযামলীমাতৃ কার হচন্ময়ীরক মৃন্ময়ীরত আবািন।
আজ হচৎ-শক্ক্তরূহপনী হবেজননীর শারদ-স্মৃহতমক্ণ্ডতা প্রহতমা মক্ন্দরর
মক্ন্দরর ধযানরবাহধতা।
হসাংিস্থা শহশরশখরা মরকতপ্রখযা চতু হভিভুকি জিঃ
শঙ্খাং চক্রধনুিঃশরাাংশ্চ দধতী শ্নকত্রহিহভিঃ শ্শাহভতা ।
আমুক্তাঙ্গদ-িার-কঙ্কণ-রণৎ-কাঞ্চীক্বণন্নূপুরা
দুগাি দুগহতিাহরণী
ি ভবতু শ্না ররনািসৎকুণ্ডলা ।।
মিামায়া সনাতনী, শক্ক্তরূপা, গুণময়ী।
হতহন এক, তবু প্রকাশ হবহভন্ন—
শ্দবী নারায়ণী,
আবার ব্রহ্মশক্ক্তরূপা ব্রহ্মাণী,
কখরনা মরিরেরী রূরপ প্রকাশমানা,
কখরনা বা হনমলা
ি শ্কৌমারী রূপধাহরণী,
কখরনা মিাবজ্ররূহপণী ঐন্দ্রী,
উগ্রা হশবদূতী,
নৃমুণ্ডমাহলনী চামুণ্ডা,
হতহনই আবার তরমাময়ী হনয়হত।
এই সবপ্রকাশমানা
ি মিাশক্ক্ত পরমা প্রকৃহতর আহবভিাব িরব, সপ্তরলাক
তাই আনন্দমগ্ন।
বাজরলা শ্তামার আরলার শ্বণু,
মাতরলা শ্য ভুবন।
আজ প্রভারত শ্স সুর শুরন
খুরল হদনু মন।
অন্তরর যা লুহকরয় রারজ,
অরুণ বীণায় শ্স সুর বারজ;
এই আনন্দ যরে সবার
মধুর আমন্ত্রণ।
আজ সমীরণ আরলায় পাগল
নবীন সুররর বীণায়,
আজ শররতর আকাশবীণায়
গারনর মালা হবলায়।
শ্তামায় িারা জীবন মম,
শ্তামাহর আরলায় হনরুপম।
শ্ভাররর পাহখ উরঠ গাহি
শ্তামাহর বন্দন।
শ্ি ভগবতী মিামায়া, তু হম ক্ত্রগুণাক্িকা;
তু হম ররজাগুরণ ব্রহ্মার গৃহিণী বাগরদবী,
্
সত্ত্বগুরণ হবষ্ণুর পনী লক্ষ্মী,
তরমাগুরণ হশরবর বহণতা পাবতী,
ি
আবার ক্ত্রগুণাতীত তু রীয়াবস্থায় তু হম অহনবচনীয়া,
ি অপারমহিমময়ী,
পরব্রহ্মমহিষী;
শ্দবী ঋহষ কাতযায়রনর কনযা কাতযায়নী,
হতহন কনযাকুমারী আখযাতা দুহগ,ি
হতহনই আহদশক্ক্ত আগমপ্রহসিমূহতিধারী দুগা,ি
হতহন দাক্ষায়ণী সতী;
শ্দবী দুগাি হনজ শ্দি সম্ভূত শ্তরজাপ্রভারব শত্রুদিনকারল অহগ্নবণা,ি
অহগ্নরলাচনা।
এই ঊষালরগ্ন, শ্ি মিারদবী, শ্তামার উরবাধরন বাণীর ভক্ক্তরসপূণ ি বরণ
কমল আরলাক শতদল শ্মরল হবকহশত শ্িাক হদরক-হদগরন্ত;
শ্ি অমৃতরজযাহত, শ্ি মা দুগা,ি শ্তামার আহবভিারব ধরণী শ্িাক প্রাণময়ী।
জারগা! জারগা, জারগা মা!
জারগা, জারগা দুগা,ি জারগা দশপ্রিরণধাহরণী।
অভয়া শক্ক্ত, বলপ্রদাহয়নী, তু হম জারগা।
জারগা, তু হম জারগা।
প্রণহম বরদা, অজরা, অতু লা,
বহুবলধাহরণী, হরপুদলবাহরণী, জারগা মা।
শরন্ময়ী, চক্ণ্ডকা, শঙ্করী জারগা, জারগা মা।
জারগা অসুর হবনাহশনী, তু হম জারগা।
জারগা দুগা,ি জারগা দশপ্রিরণধাহরণী।
অভয়া শক্ক্ত, বলপ্রদাহয়নী, তু হম জারগা।
জারগা, তু হম জারগা।
শ্দবী চক্ণ্ডকা সরচতন হচন্ময়ী, হতহন হনতযা, তাাঁর আহদ শ্নই, তাাঁর প্রাকৃত
মূহতি শ্নই, এই হবরের প্রকাশ তাাঁর মূহতি।
হনতযা িরয়ও অসুর পীহিত শ্দবতা রক্ষরণ তাাঁর আহবভিাব িয়।
শ্দবীর শােত অভয়বাণী—
“ইত্থাং যদা যদা বাধা দানরবাত্থা ভহবষযহত ।।
তদা তদাবতীযািাংি কহরষযামযহরসাংক্ষয়ম্ ।।”
পূবকল্প
ি অবসারনর পর প্রলয়কারল সমস্ত জগৎ যখন কারণ-সহলরল
পহরণত িল, ভগবান হবষ্ণু অহখল-শক্ক্তর প্রভাব সাংিত করর
শ্সই কারণ-সমুরদ্র রহচত অনন্ত-শযযা ‘পরর শ্যাগহনদ্রায় িরলন
অহভভূ ত।
হবষ্ণুর শ্যাগহনদ্রার অবসানকারল তাাঁর নাহভপদ্ম শ্থরক শ্জরগ উঠরলন
ভাবী করল্পর সৃষ্টি-হবধাতা ব্রহ্মা।
হকন্তু হবষ্ণুর কণমলজাত
ি মধুককটভ-অসুরবয় ব্রহ্মার কম,ি অক্স্তত্ব
হবনারশ উদযত িরত পদ্মরযাহন ব্রহ্মা শ্যাগহনদ্রায় মগ্ন সবশক্ক্তমান
ি
হবেপাতা হবষ্ণুরক জাগহরত করবার জনয জগরতর হস্থহত-সাংিারকাহরণী
হবরেেরী জগজ্জননী িহররনত্র-হনবাহসনী হনরূপমা ভগবতীরক স্তবমরন্ত্র
কররলন উরবাহধত।
এই ভগবতী হবষ্ণুহনদ্রারূপা মিারাক্ত্র শ্যাগহনদ্রা শ্দবী।
ওরগা আমার আগমনী আরলা,
জ্বারলা প্রদীপ জ্বারলা।
এই শাররদর ঝঞ্ঝাবারত
হনশার শ্শরষ রুদ্রবারত
হনভল আমার পরথর বাহত
হনভল প্রারণর আরলা।
ওরগা আমার পথ শ্দখারনা আরলা
জীবনরজযাহতরূরপর সুধা ঢারলা ঢারলা ঢারলা।
হদক িারারনা শঙ্কাপরথ আসরব,
অরুণ রারত আসরব কখন আসরব,
টুটরব পরথর হনহবি আাঁধার,
সকল হদশার কারলা।
বাজাও আরলার কণ্ঠবীণা
ওরগা পরম ভারলা।
ত্বাং স্বািা ত্বাং স্বধা ত্বাং হি বষটকারিঃ ্ স্বরাক্িকা । ৭৩
সুধা ত্বমক্ষরর হনরতয ক্ত্রধা মাত্রাক্িকা হস্থতা ।।
অধমাত্রা
ি হস্থতা হনতযা যানুচ্চাযাি হবরশষতিঃ । ৭৪
ত্বরমব সা ত্বাং সাহবত্রী ত্বাং শ্দবজননী পরা ।।
ত্বকয়ব ধাযরত ি সবাংি ত্বকয়তৎ সৃজযরত জগৎ । ৭৫
ত্বকয়তৎ পালযরত শ্দহব ত্বমৎসযরন্ত চ সবদা ি ।।
হবসৃরিৌ সৃষ্টিরূপা ত্বাং হস্থহতরূপা চ পালরন । ৭৬
তথা সাংহৃহতরূপারন্ত জগরতাঽসয জগন্মরয় ।।
মিাহবদযা মিামায়া মিারমধা মিাস্মৃহতিঃ । ৭৭
মিারমািা চ ভবতী মিারদবী মিাসুরী ।।
প্রকৃহতস্ত্বাং হি সবসয ি গুণত্রয়হবভাহবনী । ৭৮
কালরাক্ত্রমিারাক্ত্ররম
ি ািরাক্ত্রশ্চ
ি দারুণা ।।
ত্বাং শ্রীস্ত্বমীেরী ত্বাং হ্রীস্ত্বাং বুক্িরবাধলক্ষণা
ি । ৭৯
লজ্জা পুষ্টিস্তথা তু ষ্টিস্ত্বাং শাহন্তিঃ ক্ষাহন্তররব চ ।।
খড়্গিনী শূহলনী শ্ঘারা গহদনী চক্ক্রণী তথা । ৮০
শক্ঙ্খনী চাহপনী বাণভুসণ্ডীপহরঘায়ুধা ।।
মযারসৌমযতরারশষরসৌরমযভযস্ত্বহতসুন্দরী । ৮১
পরা পরাণাাং পরমা ত্বরমব পররমেরী ।। ৮২
তব অহচন্তয রূপচহরত মহিমা।
নব শ্শাভা নব ধযান রূপাহয়ত প্রহতমা।
হবকহশল শ্জযাহত প্রীহত মঙ্গল বররণ।
তু হম সাধনঘন ব্রহ্ম, শ্গাধন সাধনী,
তব শ্প্রমনয়নবাহত হনহখল তারণী,
কনককাহন্ত ঝহররে কান্ত বদরন।
শ্ি মিালক্ষ্মী জননী, শ্গৌরী, শুভদা,
জয়সঙ্গীত ধ্বহনরে শ্তামাহর ভুবরন।
তখন প্রলয়ান্ধকাররূহপণী তামসী শ্দবী এই স্তরব প্রবুিা িরয় হবষ্ণুর
অঙ্গপ্রতযঙ্গ শ্থরক বাহির িরলন; হবষ্ণুর শ্যাগহনদ্রা ভঙ্গ িল। হবষ্ণু
সুদশনচক্র
ি চালরন মধুককটরভর মস্তক হেন্ন কররলন।পুনরায় ব্রহ্মা
ধযানমগ্ন িরলন।
এহদরক কালান্তরর দুধষি ি দদতযরাজ মহিষাসুররর পরাক্ররম শ্দবতারা
স্বরগরি অহধকার িারারলন। অসুরপহতর অতযাচারর শ্দবরলাক
হবষাদবযথায় পহরগ্রিণ িরয় শ্গল।
শ্দবগণ ব্রহ্মার শরণাপন্ন িরলন। ব্রহ্মার বররই মহিষাসুর অপরারজয়;
তাাঁর বারা দদতযরারজর ক্ষয় সম্ভবপর নয় শ্জরন তাাঁরই হনরদিরশ
অমরবৃন্দ কমলরযাহন হবধাতারক মুখপাত্র করর দবকুরণ্ঠ হগরয় শ্দখরলন,
িহরির আলাপরন রত।
ব্রহ্মা স্বমুরখ হনরবদন কররলন মহিষাসুররর দুহবষি ি অতযাচাররর কাহিনী।
স্বগভ্রি
ি শ্দবতাকুরলর এই বাতিা শুনরলন তাাঁরা।
শান্ত শ্যাগীবর মিারদরবর সুরগৌর মুখমণ্ডল শ্ক্রারধ রক্তজবার মত রাঙা
বরণ ধারণ কররল আর শঙ্খচক্রগদাপদ্মধারী নারায়রণর আনন
ভ্রুকূষ্টটকুষ্টটল িরয় উঠল।
তখন মিাশক্ক্তর আহ্বারন গগরন গগরন হননাহদত িল মিাশঙ্খ।
হবেরযাহন হবষ্ণু রুরদ্রর বদন শ্থরক শ্তরজারাহশ হবচ্ছহু রত িল;
ব্রহ্মা ও শ্দবগরণর আনন শ্থরক শ্তজ হনগত ি িল।
এই পবতপ্রমাণি শ্জযাহতপুঞ্জ প্রজ্জ্বহলত হুতাশরনর নযায় শ্দদীপযমান
হকররণ হদঙ্মণ্ডল পূণ ি করর হদরল।
ওই শ্তজরক্ি একত্র িরয় পরমা রূপবতী হদবযশ্রী মূহতি উৎপন্ন িল।
হতহন জগন্মাতৃ কা মিামায়া। এই আদযারদবী ঋক্মরন্ত্র শ্ঘাষণা কররলন
আিপহরচয়—
অিাং রুরদ্রহভবসুি হভশ্চরামযিম্
আহদকতযরুত হবেরদকবিঃ ।
অিাং হমত্রাবরুরণাভা হবভমযিম ি ্
ইন্দ্রাগ্নী অিমহেরনাভা ।। ১
অিাং শ্সামমািনসাং হবভমযিাং ি
ত্বিারমুত পূষণাং ভগম।্
অিাং দধাহম দ্রহবণাং িহবষ্মরত
সুপ্রারবয যজমানায় সুন্বরত ।। ২
অিাং রাষ্ট্রী সাংগমনী বসূনাাং
হচহকতু ষী প্রথমা যক্েয়ানাম্ ।
তাাং মা শ্দবা বযদধুিঃ পুরুত্রা
ভূ হরস্থাত্রাাং ভূ যারবশয়ন্তীম
ি ্ ।। ৩
য়া শ্সা অন্নমহি শ্যা হবপশযহত
যিঃ প্রাহণহত য ঈাং শৃরণাতু যক্তম্ ।
অমন্তরবা মাাং ত উপহক্ষয়হন্ত
শ্রুহধ শ্রুত শ্রক্িবাং শ্ত বদাহম ।। ৪
অিরমব স্বয়হমদাং বদাহম জুিাং
শ্দরবহভরুত মানুরষহভিঃ ।
যাং যাং কামরয় তাং তমুগ্রাং কৃরণাহম
তাং ব্রহ্মাণাং তমৃহষ তাং সুরমধাম্ ।। ৫
অিাং রুদ্রায় ধনুরাতরনাহম
ব্রহ্মহবরষ শররব িন্তবা উ ।
অিাং জনায় সমদাং কৃরণামযিাং
দযাবাপৃহথবী আহবরবশ ।। ৬
অিাং সুরব হপতরমসয মূধনি ্
মম শ্যাহনরপস্বন্তিঃ্ সমুরদ্র ।
তরতা হবহতরে ভুবনানু হবরো-
তামূাং দযাাং বষ্মরণাপস্পৃ
ি শাহম ।। ৭
অিরমব বাত ইব প্রবামযা-
রভমাণা ভুবনাহন হবো ।
পররা হদবা পর এনা পৃহথকবয-
তাবতী মহিনা সাংবভূ ব ।। ৮
অপূব ি িীমূহতি মিাশক্ক্ত শ্দবগরণর অাংশসম্ভূতা; শ্দবগরণর সমষ্টিভূ ত
শ্তরজাহপণ্ড এক বরবহণনী ি শক্ক্তস্বরূহপণী শ্দবীমূহতি ধারণ কররলন।
এই শ্দবীর আনন শ্েতবণ,ি শ্নত্র কৃষ্ণবণ,ি অধরপিব আরক্ক্তম ও
করতলবয় তাোভ।
হতহন কখরনা বা সিস্রভুজা, কখরনা বা অিাদশভুজারূরপ প্রকাহশত
িরত লাগরলন।
এই ভীমকান্তরূহপণী শ্দবী ক্ত্রগুণা মিালক্ষ্মী, হতহনই আদযামিাশক্ক্ত।
মিারদবীর মিামহিমময় আহবভিারব বরণগীত ধ্বহনত িরয় উঠল।
অহখল হবমারন তব জয়গারন শ্য সামরব,
বারজ শ্সই সুরর শ্সানার নুপূরর হনরতয নব।
শ্ি আরলার আরলা, হতহমর হমলাল,
তব শ্জযাহত সুধা শ্চতনা হবলাল;
রাহগণী শ্য হোঁ রি গাহিল মধুরর শ্স দবভব।
জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপাহলনী ।
দুগাি হশবা ক্ষমা ধাত্রী স্বািা স্বধা নরমাঽস্তু শ্ত ।।
শ্দবীর আহবভিারবর এই শুভ বাতিা প্রকাহশত িল।
সকল শ্দবরদবী মিারদবীরক বরণ কররলন গীহতমারলয, শ্সবা কররলন
রাগচন্দরন।
জগন্মাতা চক্ণ্ডকা উপাসরকর ধনদাত্রী, ব্রহ্মকচতনযস্বরূপা সরবািম
ি
মহিমা।
মিারদবী অন্তযামীরূরপ
ি বযপ্ত িরয় আরেন দুযরলাক-ভূ রলাক।
ভুবনরমাহিনী সবহবরাজমানা
ি জগদীেরী, আপন মহিমায় দযাবা পৃহথবী
ও সৃষ্টির মরধয পহরবযপ্ত িরয় অবস্থান কররন পরমকচতনযরূপা।
মানরবর কলযারণ সবমঙ্গলা
ি শ্িান উদবুিা।
শুভ্র শঙ্খররব সারা হনহখল ধ্বহনত।
আকাশতরল অহনরল-জরল, হদরক-হদগঞ্চরল,
সকল শ্লারক, পুরর, বরন-বনান্তরর
নৃতযগীতেরন্দ নক্ন্দত।
শরৎপ্রকৃহত উিাহস তব গারন
হচরসুন্দর হচরসুন্দর হচতসুন্দর বন্দনদারন
ক্ত্ররলারক শ্যারগ সুরন্ময়ী আনরন্দ।
মিাশক্ক্তরূপা মঞজুলরশাভা জারগ আনরন্দ
মা শ্য কলযাণী সদা রারজ,
সদা সুখদা, সদা বরদা, সদা জয়দা, শ্ক্ষমঙ্করী, সুধা, হ্ররদ।
অসুরদশন দশপ্রিরণভুজা রারগ
রহণত বীণারবণু, মধু লহলত শহমত তারন
শুভ আরহত ঝঙকৃত ভুবরন নবরজযাহত রারগ,
শ্জযাহত অলঙ্কারর তারন তারন ওরঠ গীহত
সুধারসঘন শাহন্ত ঝন ঝন জয়গারন।
শ্দবী হনতযা, তথাহপ শ্দবগরণর কাযহসক্িরিতু
ি সবরদবশরীরজ
ি
শ্তজিঃপুঞ্জ শ্থরক তখন প্রকাহশত িরয়রেন বরল তাাঁর এই অহভনব
প্রকাশ বা আহবভিাবই মহিষমহদিনীর উৎপহিরূরপ খযাত িল।
শ্দবী সড়্গজ্জতা িরলন অপূব ি রণচণ্ডী মূহতিরত।
হিমাচল হদরলন হসাংিবািন,
হবষ্ণু হদরলন চক্র,
হপনাকপাহণ শঙ্কর হদরলন শূল,
যম হদরলন তাাঁর দণ্ড,
কালরদব সুতীক্ষ্ণ খি,
চন্দ্র অিচন্দ্র শ্শাভা চম ি হদরলন,
ি হদরলন সূয,ি
ধনুবাণ
হবেকমাি অরভদবম,ি
ব্রহ্মা হদরলন অক্ষমালা-কমণ্ডলু,
কুরবর রনিার।
সকল শ্দবতা মিারদবীরক নানা অলঙ্কারর অলঙকৃত ও হবহবধপ্রিররণ
সুসড়্গজ্জত করর অসুরহবজয় যাত্রায় শ্যরত প্রাথনা
ি কররলন।
রণদুন্দহু ভধ্বহনরত হবেসাংসার হননাহদত িরত লাগল।
যাত্রার পূরব ি সুর-নররলাকবাসী সকরলই দশপ্রিরণধাহরণী দশভুজা
মিাশক্ক্তরক ধযানমরন্ত্র কররলন অহভবন্দনা।
জটাজূটসমাযুক্তামরধন্দু ি কৃতরশখরাম্ ।
শ্লাচনত্রয়সাংযুক্তাাং পূরণন্দু ি সদৃশাননাম্ ।।
অতসীপুষ্পবণাভাাং ি সুপ্রহতোাং সুরলাচনাম্ ।
নবরযৌবনসম্পন্নাাং সবাভরণভূ ি হষতাম্ ।।
সুচারুদশনাাং তবৎ পীরনান্নত-পরয়াধরাম্ ।
ক্ত্রভঙ্গস্থানসাংস্থানাাং মহিষাসুরমহদিনীম্ ।।
ণালায়ত-সাংস্পশ-দশবাহুসমহন্বতাম
ি ্ ।
ক্ত্রশূলাং দহক্ষরণ শ্ধযয়াং খিাং চক্রাং ক্রমাদধিঃ ।।
তীক্ষ্ণবাণাং তথা শক্ক্তাং দহক্ষরণষু হবহচন্তরয়ৎ ।
শ্খটকাং পূণচাপঞ্চ
ি পাশমঙকুশরমব চ ।
ঘন্াাং বা পরশুাং বাহপ বামতিঃ সহন্নরবশরয়ৎ ।।
অধস্তানন্মহিষাং তবহবহশরষ্কাং প্রদশরয়ৎ।। ি
রক্তারক্তীকৃতাঙ্গঞ্চ রক্তহবসফুহররতক্ষণম্ ।
শ্বষ্টিতাং নাগপারশন ভ্রূকুষ্টট-ভীষণাননম্ ।।
হকক্ঞ্চদুিাংি তথা বামমঙ্গুোং মহিরষাপহর ।
শ্দবযাস্তু দহক্ষণাং পাদাং সমাং হসাংরিাপহর হস্থতম্ ।।
স্তূয়মানঞ্চ তদ্রূপমমকরিঃ সহন্নরবশরয়ৎ ।
প্রচণ্ডবদনাাং শ্দবীাং সবদাাং ি বলপ্রদাাং ।।
উগ্রচণ্ডা প্রচণ্ডা চ চরণ্ডাগ্রা চণ্ডনাহয়কা ।
চণ্ডা চণ্ডবতী দচব চণ্ডরূপাহত চক্ণ্ডকা ।।
আহভিঃ শক্ক্তহভিাহভিঃ সততাং পহররবষ্টিতাম্ ।
হচন্তরয়জ্জগতাাং ধাত্রীাং ধমকামাথ ি রমাক্ষদাাং
ি ।।
জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপাহলনী ।
দুগাি হশবা ক্ষমা ধাত্রী স্বািা স্বধা নরমাঽস্তু শ্ত ।।
শ্দবী অিাদশভুজামূহতি পহরগ্রিণ করর শরঙ্খ হদরলন ফুৎকার।
শ্দবীর রণ-আহ্বানশব্দ অনুশরণ করর সকসরনয ধাবমান িল মিাবলশালী
মহিষাসুর।
অসুররাজ লক্ষয কররলন মিালক্ষ্মীরদবীর শ্তজিঃপ্রভায় ক্ত্ররলাক
জযহতময়, ি তাাঁর মুকুট গগন চুম্বন কররে, পদভারর পৃথ্বী আনতা আর
ধনুকটঙ্কারর রসাতল প্রকড়্গম্পত।
শ্দবরসনাপহত মিাশক্ক্তর জয়মরন্ত্রর গুরণ শ্দবীরক দান কররলন
মিাপ্রীহত।
নরমা চণ্ডী, নরমা চণ্ডী, নরমা চণ্ডী।
জারগা রক্তবীজহনকৃহন্তনী, জারগা মহিষাসুরহবমহদিনী,
উরঠ শঙ্খমরন্দ্র অভ্রবক্ষ শঙ্কাশনরন চণ্ডী।
তব খিশক্ক্ত কৃতকৃতান্ত শত্রু শাতন তন্দ্রী
নত হসাংিবাহিনী ঘনহুাংকারর ইন্দ্রাহদ চমূতন্দ্রী।
তু হম রণকতন্ত্র টঙ্কারর িারনা খরকলম্বজরল
সব রথ তু রঙ্গ হেন্ন হেন্ন সুতীক্ষ্ণ করবারল।
নারচা ধূেরনত্র দনুজমুণ্ড চক্রপাতরন খণ্ডী,
তব তাতাকথ তাতাকথ প্রলয় নৃতয ধ্বাংরস বাাঁধন গণ্ডী।
শ্দবীর সরঙ্গ মহিষাসুররর প্রবল সাংগ্রাম আরম্ভ িল।
শ্দবীর অিপ্রিারর দদতযরসনা হেন্নহভন্ন িরত লাগল।
মহিষাসুর ক্ষরণ ক্ষরণ রূপ পহরবতিন করর নানা শ্কৌশল হবস্তার কররল।
মহিষ শ্থরক িস্তীরূপ ধারণ কররল; আবার হসাংিরূপী দদরতযর
ররণান্মিতা শ্দবী প্রশহমত কররলন।
পুনরায় নয়নহবরমািন পুরুষরবরশ আিপ্রকাশ কররল ওই ঐন্দ্রজাহলক।
শ্দবীর রূঢ় প্রতযাখযান শ্পরয় আবার মহিষমূহতি গ্রিণ কররল।
রণবাদয হদরক হদগন্তরর হননাহদত, চতু রঙ্গ হনরয় অসুররের শ্দবীরক
পরাক্জত করবার মানরস উিহসত।
শ্দবীর বািন হসাংিরাজ দাবাহগ্নর মত সমস্ত রণরক্ষরত্র শত্রুহনধরন
দুহনবার
ি িরয় উঠল।
নানাপ্রিরণধাহরণী শ্দবী দুগাি মধু পান কররত কররত মহিষরূপরক সদরম্ভ
বলরলন,
“গজি গজি ক্ষণাং মূঢ় মধু যাবৎ হপবামযিম্ ।
ময়া ত্বহয় িরতঽকত্রব গক্জিষযন্তযাশু শ্দবতািঃ ।। “
শ্দবতাগণ সানরন্দ শ্দখরলন, দুগাি মহিষাসুররক শূরল হবি করররেন
আর খিহনপারত দদরতযর মস্তক ভূ লুষ্টণ্ঠত।
তখন অসুরনাহশনী শ্দবী মিালক্ষ্মীর আরাধনাগীহতসুষমা দযাবযা
পৃহথবীরত পহরবযাপ্ত িল।
মারগা, তব বীরণ সঙ্গীত শ্প্রম লহলত।
হনহখল প্রারণর বীণা তারর তারর রহণত।
সকল শ্রাদন শ্সই সুরর শ্গল মহরয়া।
কাহল কাহল যত জরমহেল দুখযাহমনী
ঊষার মূরহত ধহরয়া বাহির রাহগনী।
জীবন হেল আরলাকসুধায় ধহর তাই।
শ্ি শ্দবী চক্ণ্ডকা, শ্তামার পুণয স্তবগাথা ঐেয,ি শ্সৌভাগয, আররাগয,
শত্রুিাহন ও পরম শ্মাক্ষলারভর উপায়। শ্তামার স্তবমরন্ত্র মানবরলারক
জাগহরত শ্িাক ভূ মানরন্দর অপূব ি শ্প্ররণা।
শ্দহব প্রপন্নাহতিিরর প্রসীদ
প্রসীদ মাতজিগরতাঽহখলসয ।
প্রসীদ হবরেেরী পাহি হবোং
ত্বমীেরী শ্দহব চরাচরসয ।। ৩
আধারভূ তা জগতস্ত্বরমকা
মিীস্বরূরপণ যতিঃ হস্থতাহস ।
অপাাং স্বরূপহস্থতয়া ত্বকয়তৎ
আপযাযযরত কৃৎস্নমলঙ্ঘ্যবীরয ি ।। ৪
ত্বাং দবষ্ণবীশক্ক্তরনন্তবীযাি
হবেসয বীজাং পরমাহস মায়া ।
সরমাহিতাং শ্দহব সমস্তরমতৎ
ত্বাং দব প্রসন্না ভুহব মুক্ক্তরিতু িঃ ।। ৫
হবদযািঃ সমস্তাস্তব শ্দহব শ্ভদািঃ
হিয়িঃ সমস্তািঃ সকলা জগৎসু।
ত্বকয়কয়া পূহরতমমবকয়তৎ ্
কা শ্ত স্তুহতিঃ স্তবযপরাপরক্ক্তিঃ ।। ৬
সবভূি তা ইয়দা শ্দবী স্বগমুি ক্ক্তপ্রদাহয়নী ।
ত্বাং স্তুতা স্তুরতয কা বা ভবন্তু পররমাক্তয়িঃ ।। ৭
সবসয ি বুক্িরূরপণ জনসয হৃহদ সাংহস্থরত ।
স্বগাপবগ
ি রদ
ি শ্দহব নারায়হণ নরমাঽস্তু শ্ত ।। ৮
কলাকাোহদরূরপণ পহরণাম্প্রদাহয়হন ।
হবেরসযাপররতৌ শরক্ত নারায়হণ নরমাঽস্তু শ্ত ।। ৯
সবমঙ্গলমঙ্গরলয
ি হশরব সবাথি সাহধরক
ি ।
শররণয ত্রযম্বরক শ্গৌহর নারায়হণ নরমাঽস্তু শ্ত ।। ১০
সৃষ্টিহস্থহতহবনাশানাাং শক্ক্তভূ রত সনাতনী ।
গুণাশ্ররয় গুণমরয় নারায়হণ নরমাঽস্তু শ্ত ।। ১১
শরণাগতদীহনতিপহরত্রাণপরায়রণ ।
সবসযাহতি ি িরর শ্দহব নারায়হণ নরমাঽস্তু শ্ত ।। ১২
িাংসযুক্তহবমানরস্থ ব্রহ্মাহণরূপধাহরণী ।
শ্কৌশাম্ভিঃক্ষহররক শ্দহব নারায়হণ নরমাঽস্তু শ্ত ।। ১৩
ক্ত্রশূলচন্দ্রাহিধরর মিাবৃষভবাহিহন ।
মারিেরীস্বরূরপণ নারায়হণ নরমাঽস্তু শ্ত ।। ১৪
ময়ূরকুককুটবৃরত মিাশক্ক্তধররঽনরঘ ।
শ্কৌমারীরূপসাংস্থারন নারায়হণ নরমাঽস্তু শ্ত ।। ১৫
শঙ্খচক্রগদাশাঙ্গ িগৃিীতপরমায়ুরধ ।
প্রসীদ দবষ্ণবীরূরপ নারায়হণ নরমাঽস্তু শ্ত ।। ১৬
গৃিীরতাগ্রমিাচরক্র দাংরষ্ট্রাদধৃতবসুন্ধরর ।
বরািরূহপহণ হশরব নারায়হণ নরমাঽস্তু শ্ত ।।১৭
নৃহসাংিরূরপণ িন্তুাং দদতযান্ কৃরতাদযরম ।
দত্ররলাকযত্রাণসহিরত নারায়হণ নরমাঽস্তু শ্ত ।। ১৮
হকরীষ্টটহন মিাবরজ্র সিস্রনয়রনাজ্জ্বরল ।
বৃত্রপ্রাণিরর দচন্দ্রী নারায়হণ নরমাঽস্তু শ্ত ।। ১৯
হশবদূতীস্বরূরপণ িতকদতযমিাবরল ।
শ্ঘাররূরপ মিারারব নারায়হণ নরমাঽস্তু শ্ত ।। ২০
দাংষ্ট্রাকরালবদরন হশররামালাহবভূ ষরণ ।
চামুরণ্ড মুণ্ডমথরন নারায়হণ নরমাঽস্তু শ্ত ।। ২১
লড়্গক্ষ্ম লরজ্জ মিাহবরদয শ্ররি পুষ্টি স্বরধ ধ্রুরব ।
মিারাক্ত্র মিামারয় নারায়হণ নরমাঽস্তু শ্ত ।। ২২
শ্মরধ সরস্বহত বরর ভূ হত বাভ্রহব তামহস ।
হনয়রত ত্বাং প্রসীরদরশ নারায়হণ নরমাঽস্তু শ্ত ।। ২৩
সবস্বরূরপ ি সরবরশ
ি সবশক্ক্তসমহন্বরত
ি ।
ভরয়ভযিাহি শ্না শ্দহব দুরগ ি শ্দহব নরমাঽস্তু শ্ত ।। ২৪
এতৎ শ্ত বদনাং শ্সৌমযাং শ্লাচনত্রয়ভূ হষতম্ ।
পাতু নিঃ সবভূি রতভযিঃ কাতযায়হন নরমাঽস্তু শ্ত ।। ২৫
জ্বালাকরালমতু যগ্রমরশষাসুরসূদনম্ ।
ক্ত্রশূলাং পাতু শ্না ভীরতভদ্রকাহল নরমাঽস্তু শ্ত ।। ২৬
হিনক্স্ত দদতযরতজাাংহস স্বরননাপূয ি যা জগৎ ।
সা ঘন্া পাতু শ্না শ্দহব পারপরভযাঽনিঃ সুতাহনব ।। ২৭
অসুরাসৃগবসাপঙ্কচহচি
্ তরস্ত কররাজ্জ্বলিঃ ।
শুভায় খি ভবতু চক্ণ্ডরক ত্বাাং নতা বয়ম্ ।। ২৮
শ্রাগানরশষানপিাংহস তু িা
রুিা তু কামান্ সকলানভীিান ।
ত্বামাহশ্রতানাাং ন হবপন্নরাণাাং
ত্বামাহশ্রতা িযাশ্রয়তাাং প্রয়াহন্ত ।। ২৯
এতাং কৃতাং যৎ কদনাং ত্বয়াদয
ধমহবষাাং
ি শ্দহব মিাসুরাণাম্ ।
রূকপররনককবহুধািমূ ি হতিাং
কৃত্বাম্হবরক তৎ প্রকররাহত কানযা ।। ৩০
হবদযাসু শারিষু হবরবকদীরপ-
ষ্বারদযষু বারকযষু চ কা ত্বদনযা ।
মমত্বগরতিঽহতমিান্ধকারর
হবভ্রাময়রতযতদতীব হবেম্ ।। ৩১
রক্ষাাংহস যরত্রাগহবষাশ্চ নাগা
যত্রাররয়া দসুযবলাহন যত্র ।
দাবানরলা যত্র তথাবহধমরধয ্
তত্র হস্থতা ত্বাং পহরপাহস হবেম্ ।। ৩২
হবরেেহর ত্বাং পহরপাহস হবেম্
হবস্বাক্িকা ধারয়সীহত হবেম্ ।
হবরেশবন্দযা ভবতী ভবহন্ত
হবোশ্রয়া শ্য ত্বহয় ভক্ক্তনোিঃ ।। ৩৩
শ্দহব প্রসীদ পহরপালয় শ্নাঽহরভীরতিঃ
হনতযাং যথাসুরবধাদধুকনব সদযিঃ ।
পাপাহন সবজগতাঞ্চ ি শমাং নায়াশু
উৎপাতপাকজহনতাাংশ্চ মরিাপসগান ি ্ ।। ৩৪
প্রণতানাাং প্রসীদ ত্বাং শ্দহব হবোহতিিাহরহণ ।
দত্ররলাকযবাহসনামীরযয শ্লাকানাাং বরদা ভবিঃ ।। ৩৫
হবমারন হবমারন আরলারকর গারন জাহগল ধ্বহন।
তব বীণা তারর শ্স সুর হবিারর হক জাগররণ।
অরুণ রহব শ্য হনহখল রাঙারলা,
পূব ি আাঁচরল তন্দ্রা ভাঙারলা,
রাঙা হিরিারল ধরণী শ্য শ্দারল নূপুররহণ।
শ্দবীর অক্ষয় কৃপাকণা শ্পরয় সপ্তরলাক আনক্ন্দত।
প্রথম করল্প শ্দবী কাতযায়ান-নক্ন্দনী কাতযায়নী, অিাদশভুজা
উগ্রচণ্ডারূরপ মহিষমদিন কররন;
হবতীয় শ্ষািশভুজা ভদ্রকালীর িরত মহদিত িয় মহিষ;
আর তৃ তীকয়িঃ বতিমানকরল্প দশভুজা দুগারূরপ
ি মিারদবী সুসড়্গজ্জতা
মহিষমহদিনী।
অহখল মানবকরণ্ঠ ধ্বহনত পুষ্পাঞ্জহল শ্স্তাত্রবন্দনা—
জয় জয় জপয জরয় জয় শব্দ পরস্তুহত তৎপর হবেনুরত
ঝণঝণ ক্ঝাংক্ঝহম ক্ঝাংকৃতনূপর ু হশক্ঞ্জতরমাহিত ভূ তপরত ।
নষ্টটত নটাধ ি নটী নট নায়ক নাষ্টটতনাটয সুগানররত
জয় জয় শ্ি মহিষাসুরমহদিহন রমযকপহদিহন দশলসুরত ।। ৯
অহয় সুমনিঃ সুমনিঃ সুমনিঃ সুমনিঃ সুমরনাির কাহন্তযুরত
হশ্রতরজনী রজনী রজনী রজনী রজনীকর বক্ত্রবৃরত ।
সুনয়ন হবভ্রমর ভ্রমর ভ্রমর ভ্রমর ভ্রমরাহধপরত
জয় জয় শ্ি মহিষাসুরমহদিহন রমযকপহদিহন দশলসুরত ।। ১০
কনকলসৎকল হসন্ধুজকলরনুহষঞ্চহত শ্ত গুণরঙ্গভুবাং
ভজহত স হকাং ন শচীকুচকুম্ভ তটীপহররম্ভ সুখানুভবম্ ।
তব চরণাং শরণাং করবাহণ নতামরবাহণ হনবাহস হশবম্
জয় জয় শ্ি মহিষাসুরমহদিহন রমযকপহদিহন দশলসুরত ।। ১৮
নরমা শ্দকবয মিারদকবয হশবাকয় সততাং নমিঃ ।
নমিঃ প্রকৃকত ভদ্রাকয় হনয়তািঃ প্রণতািঃ স্ম তাম্ ।। ৯
শ্রৌদ্রাকয় নরমা হনতযাকয় শ্গৌকয ি ধাকত্রয নরমা নমিঃ ।
শ্জযাৎস্নাকয় শ্চন্দুরূহপকণয সুখাকয় সততাং নমিঃ ।। ১০
কলযাকণয প্রণতা বৃকিয হসকিয কুরমাি নরমা নমিঃ ।
দনঋকতয ভুভৃ তাাং লকক্ষ্ময শবাকণয
ি শ্ত নরমা নমিঃ ।। ১১
দুগাকয়
ি দুগপারাকয়
ি সারাকয় সবকাহরকণয
ি ।
খযাকতয তকথব কৃষ্ণাকয় ধূোকয় সততাং নমিঃ ।। ১২
অহতরসৌমযাহতররৌদ্রাকয় নতাস্তকসয নরমা নমিঃ ।
নরমা জগৎপ্রহতোকয় শ্দকবয কৃকতয নরমা নমিঃ ।। ১৩
যা শ্দবী সবভূি রতষু হবষ্ণুমারয়হত শহব্দতা ।
নমস্তকসয (১৪) নমস্তকসয (১৫) নমস্তকসয নরমা নমিঃ ।। ১৬
যা শ্দবী সবভূি রতষু শ্চতরনতযহভধীয়রত ।
নমস্তকসয নমস্তকসয নমস্তকসয নরমা নমিঃ ।। ১৭-১৯
যা শ্দবী সবভূি রতষু বুক্িরূরপণ সাংহস্থতা ।
নমস্তকসয নমস্তকসয নমস্তকসয নরমা নমিঃ ।। ২০-২২
যা শ্দবী সবভূি রতষু হনদ্রারূরপণ সাংহস্থতা ।
নমস্তকসয নমস্তকসয নমস্তকসয নরমা নমিঃ ।। ২৩-২৫
যা শ্দবী সবভূি রতষু ক্ষুধারূরপণ সাংহস্থতা ।
নমস্তকসয নমস্তকসয নমস্তকসয নরমা নমিঃ ।। ২৬-২৮
যা শ্দবী সবভূি রতষু োয়ারূরপণ সাংহস্থতা ।
নমস্তকসয নমস্তকসয নমস্তকসয নরমা নমিঃ ।। ২৯-৩১
যা শ্দবী সবভূি রতষু শক্ক্তরূরপণ সাংহস্থতা ।
নমস্তকসয নমস্তকসয নমস্তকসয নরমা নমিঃ ।। ৩২-৩৪
যা শ্দবী সবভূি রতষু তৃ ষ্ণারূরপণ সাংহস্থতা ।
নমস্তকসয নমস্তকসয নমস্তকসয নরমা নমিঃ ।। ৩৫-৩৭
যা শ্দবী সবভূি রতষু ক্ষাহন্তরূরপণ সাংহস্থতা ।
নমস্তকসয নমস্তকসয নমস্তকসয নরমা নমিঃ ।। ৩৮-৪০
যা শ্দবী সবভূি রতষু জাহতরূরপণ সাংহস্থতা ।
নমস্তকসয নমস্তকসয নমস্তকসয নরমা নমিঃ ।। ৪১-৪৩
যা শ্দবী সবভূি রতষু লজ্জারূরপণ সাংহস্থতা ।
নমস্তকসয নমস্তকসয নমস্তকসয নরমা নমিঃ ।। ৪৪-৪৬
যা শ্দবী সবভূি রতষু শাহন্তরূরপণ সাংহস্থতা ।
নমস্তকসয নমস্তকসয নমস্তকসয নরমা নমিঃ ।। ৪৭-৪৯
যা শ্দবী সবভূি রতষু শ্রিারূরপণ সাংহস্থতা ।
নমস্তকসয নমস্তকসয নমস্তকসয নরমা নমিঃ ।। ৫০-৫২
যা শ্দবী সবভূি রতষু কাহন্তরূরপণ সাংহস্থতা ।
নমস্তকসয নমস্তকসয নমস্তকসয নরমা নমিঃ ।। ৫৩-৫৫
যা শ্দবী সবভূি রতষু লক্ষ্মীরূরপণ সাংহস্থতা ।
নমস্তকসয নমস্তকসয নমস্তকসয নরমা নমিঃ ।। ৫৬-৫৮
যা শ্দবী সবভূি রতষু বৃহিরূরপণ সাংহস্থতা ।
নমস্তকসয নমস্তকসয নমস্তকসয নরমা নমিঃ ।। ৫৯-৬১
যা শ্দবী সবভূি রতষু স্মৃহতরূরপণ সাংহস্থতা ।
নমস্তকসয নমস্তকসয নমস্তকসয নরমা নমিঃ ।। ৬২-৬৪
যা শ্দবী সবভূি রতষু দয়ারূরপণ সাংহস্থতা ।
নমস্তকসয নমস্তকসয নমস্তকসয নরমা নমিঃ ।। ৬৫-৬৭
যা শ্দবী সবভূি রতষু তু ষ্টিরূরপণ সাংহস্থতা ।
নমস্তকসয নমস্তকসয নমস্তকসয নরমা নমিঃ ।। ৬৮-৭০
যা শ্দবী সবভূি রতষু মাতৃ রূরপণ সাংহস্থতা ।
নমস্তকসয নমস্তকসয নমস্তকসয নরমা নমিঃ ।। ৭১-৭৩
যা শ্দবী সবভূি রতষু ভ্রাহন্তরূরপণ সাংহস্থতা ।
নমস্তকসয নমস্তকসয নমস্তকসয নরমা নমিঃ ।। ৭৪-৭৬
ইক্ন্দ্রয়াণামহধোত্রী ভূ তনাঞ্চাহখরলষু যা।
ভূ রতষু সততাং তকসয বযাহপ্তরদকবয নরমা নমিঃ ।। ৭৭
হচহতরূরপণ যা কৃৎস্নরমতদ্ বযাপযা হস্থতা জগৎ ।
নমস্তকসয নমস্তকসয নমস্তকসয নরমা নমিঃ ।। ৭৮-৮০
শ্ি হচন্ময়ী, হিমহগহর শ্থরক এরল,
এরল তারর শ্ররখ হনমলি প্রারত।
বসুন্ধরা শ্য সুহবমল সারজ অঞ্জহল িারত।
নবনীহলমায় বারজ মিারভরী,
হদরক হদরক তব মাধুহর শ্য শ্িহর,
সুলহলত তারল তারল সুধা আরন আরলারকহর সারথ।
সাজাব শ্য যালা, গাাঁহথব শ্য মালা শ্জযাহতর মরন্ত্র,
তাই অন্তরর অমৃত শ্য ভরর পুলক তরন্ত্র।
বাণী মিাবর অম্লান মরন,
জননী শ্গা নহম রাতু ল চররণ,
পূজায় উিারস ধরণী শ্য িারস সুরহভত বারত।
শ্রীশ্রীচক্ণ্ডকা গুণাতীতা ও গুণময়ী।
সগুণ অবস্থায় শ্দবী চক্ণ্ডকা অহখলহবরের প্রকৃহতস্বরূহপণী।
হতহন পহরণাহমনী হনতযাহদিভযকচিতনযসৃষ্টিপ্রক্ক্রয়ায় শ্য শক্ক্তর মধয হদরয়
ক্ক্রয়াশীলরূরপ অহভবযক্ত িন, শ্সই শক্ক্ত বাক্ অথবা সরস্বতী;
তাাঁর হস্থহতকারলাহচত শক্ক্তর নাম শ্রী বা লক্ষ্মী;
আবার সাংিারকারল তাাঁর শ্য শক্ক্তর ক্ক্রয়া দৃি িয় তা-ই রুদ্রাণী দুগা।
ি
একাধারর এই ক্ত্রমূহতির আরাধনাই দুরগাৎসব।
ি
এই হতন মাতৃ মূহতির পূজায় আরক্ত্ররক মানবজীবরনর কামনা, সাধনা
সাথক
ি িয়, চতু বগি ি লাভ করর মতিরলাক।
অমল হকররণ ক্ত্রভুবন-মন-িাহরণী।
শ্িহরনু শ্তামার রূরপ করুণা নাবনী,
নহম নহম নহম হনহখল হচতচাহরণী,
জারগা পুলক হনতয নূপুরর জননী।
শ্তামাররই পূক্জরে শ্দবরদবী বারর বারর,
রাহগণী ধ্বহনরে আকাশবীণার তারর,
তনু-মন-প্রাণ হনরবহদ শ্তামারর মরন।
শ্প্রম সুর ধন পূজা রূরপর এ ধরণী
নহম জগরতর সকল শ্ক্ষমকাহরণী
লহভনু শ্তামার শ্প্ররম করুণা লাবহণ।
ষকিেযময়ীি শ্দবী হনতযা িরয়ও বারাংবার আহবভূ ত
ি া িন।
হতহন জগৎরক রক্ষা ও প্রহতপালন কররন।
শ্দবীর করুণা অসীম;
হবধাতৃ বরদার করুণার পুরণয হবেহনহখল হবরমাহিত;
অমৃতরসবহষণী ি মিারদবীর অমল রূরপর সুষমা প্রহতভাত ধহরত্রীর ধযান
গহরমায়।
জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপাহলনী ।
দুগাি হশবা ক্ষমা ধাত্রী স্বািা স্বধা নরমাঽস্তু শ্ত ।। ২
মধুককটভহবধ্বাংহস হবধাতৃ -বররদ নমিঃ।
রূপাং শ্দহি জয়াং শ্দহি যরশা শ্দহি হবরষা জহি ।। ৩
মহিষাসুরহনণাহশি ভক্তনাাং সুখরদ নমিঃ ।
রূপাং শ্দহি জয়াং শ্দহি যরশা শ্দহি হবরষা জহি ।। ৪
বক্ন্দতাঙহিযুরগ শ্দহব সবরসৌভাগযদাহয়হন
ি ।
রূপাং শ্দহি জয়াং শ্দহি যরশা শ্দহি হবরষা জহি ।। ৮
অহচন্তযরূপচহররত সবশত্রুহবনাহশহন
ি ।
রূপাং শ্দহি জয়াং শ্দহি যরশা শ্দহি হবরষা জহি ।। ৯
নরতভযিঃ সবদা ি ভক্তযা চাপরণ ি দুহরতাপরি ।
রূপাং শ্দহি জয়াং শ্দহি যরশা শ্দহি হবরষা জহি ।। ১০
শ্দহি শ্সৌভাগযমাররাগযাং শ্দহি শ্দহব পরাং সুখম্ ।
রূপাং শ্দহি জয়াং শ্দহি যরশা শ্দহি হবরষা জহি ।। ১৩
হবরধহি শ্দহব কলযাণাং হবরধহি হবপুলাাং হশ্রয়ম্ ।
রূপাং শ্দহি জয়াং শ্দহি যরশা শ্দহি হবরষা জহি ।। ১৪
শ্দহব ভক্তজরনাদ্দাম-দিানন্দদরয়ঽম্হবরক ।
রূপাং শ্দহি জয়াং শ্দহি যরশা শ্দহি হবরষা জহি ।। ২৪
তাহরহণ দুগসাংসার-সাগরসযাচরলাদ্ভরব
ি ।
রূপাং শ্দহি জয়াং শ্দহি যরশা শ্দহি হবরষা জহি ।। ২৬
হবেপ্রকৃহত মিারদবী দুগার
ি চররণ হচরন্তনী দভরব ধযানরতা পূজাহরণী
দভরবীরত গীতাঞ্জলী প্রদান করর ধনযা িরলন।
তাাঁর গীতবাণী আজ অহনরল সুনীরল নবীন জনরনাদরয় হদরক হদরক
সঞ্চাহরত।
শাহন্ত হদরল ভহর।
দুখরজনী শ্গল হতহমর িহর।
শ্প্রমমধুর গীহত
বাজুক হৃরদ হনহত হনহত মা।
প্রারণ সুধা ঢারলা
মহর শ্গা মহর।
হশল্পীবৃন্দ—
যা চণ্ডী – সমরবতকরণ্ঠ
হসাংিস্থা শহশরশখরা – সমরবতকরণ্ঠ
বাজল শ্তামার আরলার শ্বণু – সুপ্রীহত শ্ঘাষ
জারগা দুগাি দশপ্রিরণধাহরণী – হবরজন মুরখাপাধযায়
ওরগা শ্তামার আগমনীর আরলা – হশপ্রা শ্বাস
তব অহচন্তয – মানরবন্দ্র মুরখাপাধযায়
অিাং রুরদ্রহভবসুি হভশ্চরামযিম্ – সমরবতকরণ্ঠ
অহখল হবমারন – কৃষ্ণা দাশগুপ্ত
জয়ন্তী মঙ্গলা কালী – সমরবতকরণ্ঠ
শুভ্র শঙ্খররব – শযামল হমত্র, অসীমা ভট্টাচাযয,ি আরহত মুরখাপাধযায় ও
অনযানয
জটাজূটসমাযুক্তামরধন্দুি কৃতরশখরাম্ – সমরবতকরণ্ঠ
নরমা চণ্ডী – হবমল ভূ ষণ
মারগা, তব বীরণ সঙ্গীত – সুহমত্রা শ্সন
হবমারন হবমারন – সন্ধযা মুরখাপাধযায়
জয় জয় শ্ি মহিষাসুরমহদিহন – সমরবতকরণ্ঠ
শ্ি হচন্ময়ী – তরুণ বযানাজ্জী
অমল হকররণ – প্রহতমা বযানাজ্জী
রূপাং শ্দহি জয়াং শ্দহি – পঙ্কজ কুমার মহিক ও অনযানয
শাহন্ত হদরল ভহর – উৎপলা শ্সন
গ্রন্থপঞ্জী—
শ্রীশ্রীচণ্ডী, শ্রীশ্রীচক্ণ্ডকার ধযান, অগলারস্তাত্র,
ি শ্দবীসূক্ত – শ্রীশ্রীচণ্ডী,
স্বামী জগদীেরানন্দ কতৃ ক
ি অনূহদত ও সম্পাহদত, উরবাধন কাযালয়,
ি
কহলকাতা, চতু থ ি সাংস্করণ, মাঘ ১৪০২।
শ্রীশ্রীমহিষাসুরমহদিনী শ্স্তাত্রম্ – শ্রীমহিষাসুরমহদিনী শ্স্তাত্রম,্ উরবাধন
কাযালয়,
ি কলকাতা, প্রথম সাংস্করণ, মিালয়া, ২৬ আহেন ১৪১১,
অনুবাদক – শ্রীতারকনাথ শ্দ।
ি ধযান – অনুবাদক – শ্সাঽিম তরফদার।
শ্দবী দুগার