রামসার
রামসার ফার্সি: رامسر | |
---|---|
নগর | |
নীতিবাক্য: পৃথিবীতে স্বর্গ (Behesht-e rooy-e Zamin) | |
ইরানে রামসারের অবস্থান | |
স্থানাঙ্ক: ৩৬°৫৪′১১″ উত্তর ৫০°৩৯′৩০″ পূর্ব / ৩৬.৯০৩০৬° উত্তর ৫০.৬৫৮৩৩° পূর্ব | |
দেশ | ইরান |
সরকার | |
• মেয়র (শহরদার) | মোহসেন মোরাদী |
জনসংখ্যা (২০১৬'এর আদমশুমারী) | |
• মোট | ৩৫,৯৯৭ [১] |
রামসার ((ফার্সি: رامسر) ইরানের মাজান্দারান প্রদেশের রামসার কাউন্টির রাজধানী। ২০১২ সালে এখানে ৯,৪২১টি পরিবার মিলিয়ে মোট ৩৩,০১৮ জন অধিবাসী বসবাস করতো।
রামসার ক্যাস্পিয়ান সাগরের উপকূলে অবস্থিত। এটি অতীতে সখতসর নামেও পরিচিত ছিল। রামসারের আদিবাসীরা হলেন গিলিক জাতি, যদিও সেখানে মাজনদারানীও রয়েছেন। তারা গিলাকি ভাষায় (পূর্বাঞ্চলীয় উপভাষা) কথা বলে, যদিও তারা যে ধরনের ভাষায় কথা বলে তা মজনদারানী ভাষা দ্বারা প্রভাবিত হয়েছে, এটি গিলনে বলা গিলাকি ভাষা (পূর্বাঞ্চলীয় উপভাষা) থেকে কিছুটা আলাদা। রামসার আদিবাসীরা তাদের উপভাষাকে "রামসারি" বলে ডাকে কারণ এটি পূর্ব গিলাকি এবং রয়ান / পশ্চিম মাজনদারানী (মাজনদারানী-গিলাকি উপভাষা) এর সংমিশ্রণ। তারা ইরানের সরকারী ভাষা ফারসি বলতেও সক্ষম।
অবস্থান
[সম্পাদনা]রামসার মাজনদারানের সবচেয়ে পশ্চিমের কাউন্টি এবং শহর। এর উত্তরে ক্যাস্পিয়ান সাগর, পশ্চিমে গিলন প্রদেশ, দক্ষিণে কাজভিন প্রদেশ এবং পূর্বে টোনেকাবন।
ইতিহাস
[সম্পাদনা]১৯৭১ সালের ২ রামসারে বিশ্বের বিভিন্ন দেশসমূহ জলাভূমির গুরুত্ব নিয়ে কনভেনশন অন ওয়েটল্যান্ডস নামক আন্তর্জাতিক চুক্তিতে স্বাক্ষরের মাধ্যমে রামসার কনভেনশনের সূচনা করে, যা পরবর্তীতে বিশ্ব জলাভূমি দিবস হিসাবে স্বীকৃতি লাভ করে।[২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Statistical Center of Iran > Home"।
- ↑ "World Wetlands Day 2021"। The Ramsar Convention Secretariat, Switzerland। সংগ্রহের তারিখ ২৪ জুন ২০২১।