জৈন পতাকা
জৈনধর্ম |
---|
ধর্ম প্রবেশদ্বার |
জৈন ধর্মের পতাকায় ৫টি রঙ রয়েছে- কমলা/লাল, হলুদ, সাদা, সবুজ আর কালো/গাঢ় নীল। এই পাঁচটি রঙ পঞ্চ পরমেষ্ঠী (অরিহন্ত, সিদ্ধ, আচার্য, উপাধ্যায়, সাধু) অথবা পঞ্চ মহাব্রত (অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ) এর প্রতীক। [১]
বর্ণসমূহ
[সম্পাদনা]পতাকার বর্ণসমূহ নিম্নলিখিত অর্থ বহন করে- ১। সাদা: অরিহন্ত এর প্রতীক, যে আত্মা সকল আসক্তি (ক্রোধ, মায়া, ঘৃণা) জয় করেছে এবং আত্মোপলব্ধির মাধ্যমে দিব্যজ্ঞান ও শ্বাশ্বত সুখ অর্জন করেছে। এছাড়া সাদা রং শান্তি বা অহিংসাও বোঝায়।
২। লাল: সিদ্ধ এর প্রতীক, যে আত্মা মোক্ষ ও সত্য আত্মস্থ করেছে। লাল রং সত্যবাদিতাও প্রকাশ করে।
৩। হলুদ: আচার্য এর প্রতীক, যিনি উপাধ্যায়গণের প্রধান। তাছাড়া হলুদ অচৌর্য (চুরি না করা) এর প্রতীক।
৪। সবুজ: উপাধ্যায় এর প্রতীক, যারা পুরোহিতদের শাস্ত্র সম্পর্কে শিক্ষা দিয়ে থাকেন। সবুজ ব্রহ্মচর্যও প্রকাশ করে।
৫। গাঢ় নীল বা কালো: সাধু বা মুনি বা পুরোহিত এর প্রতীক। এটি দ্বারা অপরিগ্রহও বোঝায়।
স্বস্তিকা
[সম্পাদনা]পতাকার কেন্দ্রস্থিত স্বস্তিকা আত্মার অস্তিত্বের চারটি স্তর প্রকাশ করে-
১। স্বর্গবাসী সত্তা
২। মনুষ্য
৩। পশু পক্ষী পতঙ্গ ও বৃক্ষ
৪। নরকবাসী সত্তা
তিনটি বিন্দু
[সম্পাদনা]স্বস্তিকার উপরস্থ তিনটি বিন্দু জৈনধর্মের রত্নত্রয় নির্দেশ করে। এগুলো হল-
- সম্যক দর্শন: সঠিক বিশ্বাস বা দৃষ্টিভঙ্গি
- সম্যক জ্ঞান: সঠিক জ্ঞান
- সম্যক চরিত: সঠিক আচরণ
সিদ্ধশিলা চক্র
[সম্পাদনা]তিনটি বিন্দুর উপরস্থ বক্ররেখাটি মহাবিশ্বের সর্বোচ্চ স্থান ও বিশুদ্ধ শক্তির আধার সিদ্ধশিলার প্রতীক। এটি পাতাল, ভূলোক ও দ্যুলোকের ঊর্ধ্বে অবস্থিত। যেসকল আত্মা মোক্ষ অর্জন করে যেমন অরিহন্ত বা সিদ্ধ, তারা পরমসুখে সিদ্ধশিলায় বাস করেন।
চিত্রশালা
[সম্পাদনা]-
Flag atop the Gingee Jain temple, Gingee, Villupuram district, Tamil Nadu, India
-
Flag atop the Shri Mahavirji temple, Rajasthan, India
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Jain, Vijay K. (২০১২)। Acharya Amritchandra's Purushartha Siddhyupaya। Vikalp Printers। পৃষ্ঠা iv। আইএসবিএন 81-903639-4-8।
এই উৎস থেকে এই নিবন্ধে লেখা অন্তর্ভুক্ত করা হয়েছে, যা পাবলিক ডোমেইনে রয়েছে।