[go: up one dir, main page]

বিষয়বস্তুতে চলুন

কসমিক ব্যাকগ্রাউন্ড এক্সপ্লোরার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Cosmic Background Explorer থেকে পুনর্নির্দেশিত)

কসমিক ব্যাকগ্রাউন্ড এক্সপ্লোরার (ইংরেজি: Cosmic Background Explorer, সংক্ষেপে COBE) ছিল ভৌত বিশ্বতত্ত্বের জন্য নিবেদিত একটি কৃত্রিম উপগ্রহ। এটি এক্সপ্লোরার ৬৬ নামেও পরিচিত ছিল। এর লক্ষ্য ছিল মহাবিশ্বের মহাশূন্যীয় অণুতরঙ্গ পটভূমিক বিকিরণ (cosmic microwave background radiation বা CMB) অনুসন্ধান করা এবং মহাবিশ্ব সম্পর্কে আমাদের ধারণাকে সাহায্যকারী বিভিন্ন পরিমাপ গ্রহণ করা।

এই প্রকল্পটি মহাবিশ্বের মহাবিস্ফোরণ তত্ত্বকে শক্তিশালী করে। কোবে-র দুই প্রধান অনুসন্ধানী বিজ্ঞানী জর্জ স্মুট এবং জন ম্যাথার-কে ২০০৬ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয়। নোবেল পুরস্কার কমিটির মতে "the COBE-project can also be regarded as the starting point for cosmology as a precision science"। [] অর্থাৎ কোবে-র মাধ্যমেই ভৌত বিশ্বতত্ত্ব একটি পর্যবেক্ষণভিত্তিক বিজ্ঞানে পরিণত হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Information for the public" (PDF)The Royal Swedish Academy of Sciences। ২০০৬-১০-০৩। সংগ্রহের তারিখ ২০০৬-১০-০৫